ঝালকাঠির শেখেরহাটে বাইসাইকেলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক
কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠি সদর উপজেলার ৯নং শেখেরহাট ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার অসহায় ও গরীব মহিলাদের মধ্যে সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ গাছের চারা এবং ছাত্রীদের মধ্যে বাইসাইকেল ও ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে আসবাব সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে এসকল সামগ্রী তুলে দেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার। সভাপতিত্ব করেন শেখেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন সুরুজ। এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে সেলাই মেশিন, ফলজ ও বনজ গাছের চারা এবং বাইসাইকেল ও আসবাব সামগ্রী বিতরণ করা হয়।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।