ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরছেন জেলেরা

কাজী খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠিতে ইলিশ সংরক্ষণের স্বার্থে টানা ২২ দিন নিষেধাজ্ঞার পরে সোমবার মধ্যরাত থেকে সুগন্ধা ও বিষখালী নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। আজ মঙ্গলবার সকালে প্রায় পাঁচ শতাধিক নৌকায় ইলিশ ধরায় ব্যস্ত রয়েছেন তাঁরা। প্রতিটি নৌকায়ই কম বেশি ইলিশ পাচ্ছেন জেলেরা।

জেলেরা জানিয়েছেন, সরকারের নিষধাজ্ঞা মেনে তাঁরা টানা দিন নদীতে জাল ফেলেননি। কিছু মৌসুমি জেলে এ সময় সুযোগ বুঝে ইলিশ ধরছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে প্রকৃত জেলেরা সুগন্ধা ও বিষখালী নদীতে মাছ ধরতে নেমেছেন। ছোট বড় সবধরণের ইলিশই ধরা পড়ছে তাদের জালে। শহরের বাজারেও উঠেছে ইলিশ। ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি দরে, আর এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৯০০ থেকে এক হাজার টাকা দরে।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরার অপরাধে ২৬ জেলেকে আটক করা হয়েছে। জরিমানা করা হয়েছে ১ লাখ ১৮ হাজার টাকা। জব্দ করা হয়েছে ৯ লাখ ৫৭ হাজার মিটার জাল। এ জালের মূল্য ২ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।

আরো দেখুনঃ
error: Content is protected !!