ঝিনাইদহ পুলিশ সুপার মাস্টার প্যারেডে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের দিকনির্দেশনা
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ।।
ঝিনাইদহে পুলিশ সুপার মাস্টার প্যারেডে দিকনির্দেশনামুলক বক্তব্য দিলেন পুলিশ সুপার জনাব মুনতাসিরুল ইসলাম। ১৯শে সেপ্টেম্বর রবিবার ঝিনাইদহ পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ এবং পরিদর্শন করেন জনাব মুনতাসিরুল ইসলাম,পুলিশ সুপার,ঝিনাইদহ।
পুলিশ সুপার,প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার সাঈদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার,ঝিনাইদহ সার্কেল,জনাব মোঃ আবু রাসেল,অতিরিক্ত পুলিশ সুপার (সদর),জনাব মোঃ আরিফুল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ সুপার,শৈলক‚পা সার্কেল,ডিআইও-১, আরআই পুলিশ লাইন্স,সকল থানার অফিসার ইনচার্জগণ, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টর সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা, অফিসার ও ফোর্সবৃন্দ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।