ডাকাতির প্রস্ততিকালে ময়মনসিংহে ৯ ডাকাত গ্রেফতার
মঈন উদ্দিন রায়হান ,ময়মনসিংহ সংবাদদাতা।।
ময়মনসিংহে ডাকাতির প্রস্ততিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মো. রাসেল (২৯), মো. দুলাল (৩২), মামুন (২৯), সীমান্ত (২৮), রাকিব (২০), সাগর আহমেদ (২৮), সাকিব (২১), টিটু (২৭) ও রনি (২৫)। এরা সবাই ময়মনসিংহ মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা সংঘবদ্ধভাবে গভীর রাতে ময়মনসিংহ রেল স্টেশন ও বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতি করতো। এছাড়া নেত্রকোণা ও জামালপুরসহ অন্যান্য জেলাতেও তারা সংঘবদ্ধভাবে ডাকাতি করতো বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাতে মহানগরীর চর কালিবাড়ির মইলাকান্দা এলাকা থেকে ডাকাতির প্রস্ততিকালে এই ৯ জনকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। ওসি আরো জানায়, ডাকাতির প্রস্তুতি অভিযোগে এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদেরকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
সুমন,অননিউজ।।