দেবিদ্বারে আ.লীগের লিফলেট বিতরন করায় ছাত্রলীগ নেতা কারাগারে।
কুমিল্লা প্রতিনিধি||

কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করায় দেবিদ্বারে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার(৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে সোমবার(৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রাম থেকে থাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই ছাত্রলীগ নেতার মোঃ সজিব (২৪)। সে পদ্মকোট গ্রামের ফুল মিয়া ছেলে। এবং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীরা বলেন, পদ্মকোট বাজারে দোকানে দোকানে সোমবার সন্ধ্যায় লিফলেট বিতরণ করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশের উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম একদল পুলিশ ওই বাজারে অভিযান চালায়। এ সময় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে মো. সজিব কে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ।
দেবিদ্বার অফিসার ইনচার্জ (ওসি) শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, লিফলেট বিতরণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।