নাঙ্গলকোটের খিলা উত্তর বাজারে হোটেলের বঁটি নিয়ে এক স-মিল শ্রমিককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক।।

কুমিল্লার লাকসামে মোবাইল ফোন নিয়ে তর্কাতর্কির জের ধরে স-মিল শ্রমিককে বাজারের হোটেলে কুপিয়ে হত্যা করেছেন তার সহকর্মী।

লাকসামের খিলা উত্তর বাজারে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি মেসবাহ উদ্দিন ভূঁইয়া। নিহত শ্রমিকের নাম মনির হোসেন। তার বাড়ি পাশের নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের উরুকচাউল গ্রামে। আর অভিযুক্ত শ্রমিক হলেন লাকসামের উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. মাইনুদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মেসবাহ জানান, খিলা বাজারের উত্তরের অংশের স-মিলে কাজ করতেন নিহত মনির। তার সহযোগী ছিলেন মাইনুদ্দিন। কাজের সময় মঙ্গলবার সকালে মোবাইল ফোন নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়।

ওসি জানান, দুপুরে তারা পাশের একটি ভাতের হোটেলে খেতে যান। খাওয়া শেষ করে বের হওয়ার সময় হোটেলে বঁটি নিয়ে তাকে কুপিয়ে জখম করেন মাইনুদ্দিন। ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়। ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়। খিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল-আমিন ভূঁইয়া জানান, লাকসাম থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মাইনুদ্দিনকে আটক করে।

আরো দেখুনঃ
error: Content is protected !!