নীলফামারীতে মহিলা ইউপি সদস্যের কাছে চাঁদা দাবি, থানায় অভিযোগ
সুভাষ বিশ্বাস, নীলফামারী
নীলফামারী রামনগর ইউনিয়নের এক মহিলা ইউপি সদস্যের কাছে সাংবাদিক পরিচয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি , দাবি পুরন না করলে পত্রিকায় সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে হেয় প্রতিপন্ন করে ভারতে পাঠিয়ে দেবার হুমকি প্রদান। ভুক্তভোগী নারী ইউপি সদস্য শ্রীমতি কাঞ্চন রায় গত কাল (২৯ সেপ্টেম্বর) রাতে ৫ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছে।
লিখিত অভিযোগের বিবরনীতে জানা গেছে নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য শ্রীমতি কাঞ্চন রায় এর কাছে (২০ সেপ্টেম্বর) বিকাল পাঁচটার পরে রনি (২৪) সাদ্দাম (২১) জাহিদ হাসান (২৫) বাপ্পি (২৫) রাকিব (৩০) নামের এই পাঁচ যুবক বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে নিজেদের সাংবাদিক পরিচয় দেয়। বলেন, আপনি তিনবারের মহিলা ইউপি সদস্য নির্বাচিত পরিষদের অনেক টাকা মেরেছেন। টাকা না দিলে পত্রিকায় সংবাদ প্রকাশ করে সমাজে হেয় প্রতিপন্ন করে পার্শ্ববর্তী দেশ ভারতে পাঠিয়ে দেবার হুমকি প্রদর্শন করে।
এ বিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউপ লিখিত অভিয়োগের বিষয় টি নিশ্চিত করে বলেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।