পঞ্চগড়ে বোদায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি।।

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাহিন্দ্রের ধাক্কায় রঞ্জিত রায় (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের টেকরাপাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত রঞ্জিত একই এলাকার জিতেন্দ্রনাথের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রঞ্জিত বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বের হলে টেকরাপাড়া এলাকায় কালভার্টের কাছে পৌঁছা মাত্রই বালু বোঝাই একটি মাহিন্দ্র পিছন থেকে তার মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে সে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজে নিয়ে গেলে মাঝ রাস্তায় তার মৃত্যু হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24

আরো দেখুনঃ
error: Content is protected !!