পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি কাজী ফয়েজ

পাকিস্তানের ২৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন কাজী ফয়েজ ঈসা।

দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভির বাসভবনে রোববার (১৭ সেপ্টেম্বর) কাজী ফয়েজকে শপথবাক্য পাঠ করানো হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রেসিডেন্ট আলভি বিচারপতি ফয়েজকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার ও সেনাপ্রধান আসিম মুনির উপস্থিত ছিলেন।

কাজী ফয়েজের জন্ম ১৯৫৯ সালের ২৬ অক্টোবর। তার বাবা প্রয়াত কাজী মোহাম্মদ ঈসা পাকিস্তান আন্দোলনের সম্মুখ সারির সদস্য ছিলেন। তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

২০১৪ সালের ৫ সেপ্টেম্বর পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন কাজী ফয়েজ ঈসা।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ