প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সোনাগাজীতে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।

ফেনীর সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সোমবার বিকালে আনন্দ মিছিল করা হয়েছে। জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুকুট মনি’ উপাধীতে ভূষিত হওয়ায় এ আনন্দ মিছিল করা হয়। বিকাল ৪টায় সোনাগাজী পৌরশহরের শূন্য রেখা (জিরোপয়েন্ট) থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা আ.লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, বিআরডিবি’র চেয়ারম্যান, মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সোনাগাজী পৌরসভার মেয়র, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট নাছির উদ্দিন বাহার, শেখ ইসমাইল হোসেন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোসারেফ মিয়া ও যুগ্ম-সাধারণ সম্পাদক শরীয়ত উল্যাহ আরিফ প্রমুখ।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।

আরো দেখুনঃ
error: Content is protected !!