বাগেরহাটের শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোহাম্মাদ আলী মোহন/বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোল্লাহাটে বুধবার (৮সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে, দেশব্যাপি রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার অংশ হিসাবে, মোল্লাহাট উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ কামরুন্নেসা, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার ললন কুমার, নুর মোহাম্মাদ খান ও জীবন কৃষ্ণ চৌকিদার, উপানুষ্ঠানিক শিক্ষা অফিসার মোঃ আমির হামজা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক মোহাম্মাদ আলী মোহন।

 

আরো দেখুনঃ
error: Content is protected !!