ব্রাহ্মণবাড়িয়ায় গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচন-২০২৩ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর, বিজয়নগর) আসনের সাংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাধির চৌধুরী। জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজকের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক ইকবাল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শারমীন মুসা, অবসরপ্রাপ্ত পি.টি.আই সুপারিন্টেন্ডেন্ট জেসমিন খানম, ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের অধ্যাপক প্রফেসর এ, এস এম, শফিকুল্লাহ। সভায় বক্তারা, বাঙ্গালী জাতীয়তাবাদ, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার প্রত্যয়ে গণতান্ত্রিক ঐক্য পরিষদ কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, যে দেশ সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা হয় সেদেশ মানবিক হয়। তাই স্বাধীন বাংলাদেশে বর্তমানে যে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান রয়েছে তা অব্যাহত রাখার আহবান জানান তারা।

আরো দেখুনঃ
error: Content is protected !!