ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দৌড়কে সুস্থতার হাতিয়ার হিসেবে তুলে ধরতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মত বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হয়েছে হাফ ম্যারাথন প্রতিযোগিতা। দেশ-বিদেশের ২৫০ জন দৌড়বিদ এতে অংশগ্রহন করেন। যার মধ্যে ভারত, জাপান, রাশিয়া এবং নেপালের ৬ জন দৌড়বিদ ছিলেন। আজ শুক্রবার ভোর ৬ টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ প্রাঙ্গন থেকে হাফ ম্যারাথন শুরু হয়। যেখানে ২১.১ কিলোমিটার দৌড়ে অংশ নেন ৭৭ জন, ১০ কিলোমিটার দৌড়ে অংশ নেন ৮৪ জন এবং ৫ কিলোমিটার দৌড়ে অংশ নেন ৮৯ জন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ প্রাঙ্গন শুরু হওয়া ম্যরাথন দৌড় শিমরাইলকান্দি শেখ হাসিনা রোড, চর ইসলামপুরের গঙ্গানগর হয়ে আবার শিমরাইলকান্দি ব্রীজে এসে শেষ হয়। পরে বিজয়ী দৌড়বিদদের মধ্যে সম্মাননা ক্রেস্ট, মেডেল ও সনদপত্র প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামজা মাহমুদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমূখ। ম্যারাথনে দেশ ও বিদেশের আগত দৌড়বিদদের উপস্থিতিতে এক মিলন মেলা ঘটে।

আরো দেখুনঃ
error: Content is protected !!