ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোটার দিবস-২০২২ উদ্যাপন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

ব্রাহ্মনবাড়িয়ায় জাতীয় ভোটার দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষে “মুজিববর্ষের অঙ্গিকার, রক্ষা করব ভোটাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা নির্বাচন অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।

জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মোঃ রুহুল আমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল রেজা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি। এতে বক্তব্য রাখেন রামরাইল ইউপি চেয়ারম্যান মশিউর রহমান সেলিম, বাসুদেব ইউপি চেয়ারম্যান হাকিম মোল্লা, প্রভাষক মাজেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবু হোরায়রা প্রমুখ।

আরো দেখুনঃ
error: Content is protected !!