ভেড়ামারায় ভোররাতে ১টি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এলাকবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার রামকৃষ্ণপুর মুন্সীর গেট এলাকার শাহাবুদ্দিন নাসুর বাড়িতে শুক্রবার ১৭ই ফেব্রুয়ারি’২৩ ভোররাতে ডাকাতি সংঘটিত হয়েছে। বাড়ির সদস্যদের জিম্মি করে বাড়ির ৮টি ঘরে তছনছ করে নগদ টাকা, গহনা ও একটি মোটরসাইকেল নিয়ে যায়।

নাসুর ভাবি মৃত সেলিম মুন্সীর স্ত্রী আইনুন নাহার মেরি জানান, রাত ৩টার সময় সেহরি খাওয়ার জন্য উঠেছিলেন। সেহরি খাওয়ার পর বসেছিলেন। ভোররাতে ডাকাতরা বাড়ির দেয়াল টপকে ভিতরে এসে তাঁকেসহ তাঁর দেবর ও ছেলেকে জিম্মি করে টাকা পয়সা ও গয়না খুঁজতে থাকে। প্রায় ঘন্টা খানেক পরে তারা সবঘরের আলমারি, ওয়ারড্রব ভেঙ্গে তছনছ করে এবং হাতের চুরি, দুল ও আংটি ও একটি মোটর সাইকেল নিয়ে যায়। প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

সংবাদ পেয়ে ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এটাকে ডাকাতি না বলে দস্যুতা বলা যায়। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো দেখুনঃ
error: Content is protected !!