মোল্লাহাটে পুষ্টি সমন্বয় কমিটির কার্যক্রম পরিদর্শন ও সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

মোল্লাহাটে রবিবার জেলা পুষ্টি সমন্বয় কমিটি ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির যৌথ উদ্যোগে ক্রেইন প্রকল্পের কার্যক্রম পদির্শন ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে, জেজেএস ক্রেইন প্রকল্পের আয়োজনে, প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন বাগেরহাট প্রাণিসম্পদ বিভাগের জেলা ট্রেনিং অফিসার ডাঃ পরিতোষ রায়, জেলা কৃষি বিভাগের অতিরিক্ত ডেপুটি ডিরেক্টর কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির, সিএসও সদস্য পরিজাত কুমার পাল ও উপদেষ্টা মুখার্জী রবিন্দ্র নাথ, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(ভাঃ প্রাঃ) ডাঃ মোঃ আশাদুজ্জামান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নাহিদুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ শাহাদাত জামান আল বেলাল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, ক্রেইন প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মামুনুর রশিদ, উপজেলা সমন্বয়কারী আব্দুল মালেক, নিউট্রেশন স্পেশালিষ্ট সেলিনা আক্তার, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, রূপান্তরের মোবিলাইজার আব্দুল করিম, জেজেএস এর আক্তারুজ্জামান সোহেল সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ প্রমুখ।

আরো দেখুনঃ
error: Content is protected !!