ময়মনসিংহ মেডিকেলে করোনায় দুই জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি।।

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্তে দুই জনের মৃত্যু হয়েছে। মৃত দুজনই ময়মনসিংহ সদরের বাসিন্দা। এরা হলো সাথী (২২) ও সুলতানা পারভীন (৩৮)।

হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান রবিবার (২৩ জানুয়ারী) এই তথ্য নিশ্চিত করেছে ।

তিনি আরো জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৩ জন নতুন ভর্তিসহ ৬৮ জন চিকিৎসাধীন আছেন। আইসিউতে আছেন দুই জন। ১২ জন সুস্থ হয়েছেন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩২ দশমিক ৯৮ শতাংশ।

আরো দেখুনঃ
error: Content is protected !!