রংপুর রাইডার্সে যোগ দিচ্ছেন মুজিব উর রহমান

অনলাইন ডেস্ক।।

রংপুর রাইডার্সের হয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাঠ মাতাবেন মুজিবুর রহমান। আফগানিস্তানের এই স্পিনার অবশ্য এখনই দলের সঙ্গে যোগ দিচ্ছেন না।

রংপুরের টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ ফেব্রুয়ারি রংপুর রাইডার্সে যোগ দেবেন তিনি।

এর আগে মুজিবের আসার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করে রংপুর রাইডার্স। তারা ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে লিখেছে, ‘রাইডার্স পরিবারে স্বাগতম, মুজিব উর রহমান।’

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে মুজিবের। এর আগে বিপিএলেরও বেশ কয়েকটি আসরে খেলেছেন মুজিব। সব মিলিয়ে ২০২ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ওভার প্রতি ৬.৬১ গড়ে রান দিয়ে ২২৫ উইকেট নিয়েছেন তিনি।

বিপিএলে সাত ম্যাচ খেলে ৪ জয় ও ৩ হার নিয়ে পয়েন্ট টেবিলের চারে আছে রংপুর রাইডার্স। দলটির হয়ে খেলতেই আসছেন মুজিব। টিম ম্যানেজার আহসান উর রহমান মল্লিক রনি জানান, ‘মুজিব উর রহমান ৬ ফেব্রুয়ারি রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দেবে। ফাইনাল অবধি সে থাকবে।’

আরো দেখুনঃ
error: Content is protected !!