শাপলা যুব সংষ সভাপতি হাজি মুজিবুর রহমান এর স্বদেশ গমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

সাহিন সিকদার, বাহরাইন।।

বাহরাইনের রাজধানীর জিদাফ এরিয়া বকুর কন্সট্রাকশন কম্পানির হল রুমে সংগঠনের সভাপতি হাজি মুজিবুর রহমান এর সভাপত্তিতে ও সাইদুর রহমান এর সোহেল এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রাধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর সভাপতি জনাব বকুল সুত্রধর।

প্রধান বক্তা ছিলেন সরোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন সানফ্লাওয়ার ফুটবল ক্লাব জিদ্হাপ্ছ এর সম্মানিত সভাপতি শাহ আলম আহম্মদ মাই টি ভি বাহরাইন প্রতিনিদি সাহিন সিকদার
এম এম শামীম আহম্মদ সুপার স্টার ক্লাব এবং সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি অলি আহমেদ উপস্থিত ছিলেন,অনুস্টান শেষ তুরুস্কো অহতো সুস্হতা কামনাও নিহতদের রুহের মাগফেরাত কামনায় করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল ওয়াহিদ

আরো দেখুনঃ
error: Content is protected !!