শাহরুখ কাণ্ড নিয়ে মুখ খুলল মুম্বাই কাস্টমস

গত শনিবার দুবাই থেকে দেশে ফিরে মুম্বাই বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তাদের বাধার মুখে পড়েন বলিউড সুপার স্টার শাহরুখ খান। তবে এ ঘটনা নিয়ে মুখ খুলেছে মুম্বাইয়ের শুল্ক বিভাগ। সেদিন বলিউড কিং খানকে নয়, বরং তার দেহরক্ষীকে আটক করা হয়েছিল বলে জানিয়েছেন তারা। গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার শারজাহ থেকে ফেরার সময় মুম্বাই বিমানবন্দরে কিং খানের দেহরক্ষীকে বাধা দেন কাস্টমসের কর্মকর্তারা। সেখানে তার ব্যাগ থেকে দুটো ঘড়ি ও চারটি ঘড়ির বাক্স উদ্ধার হয় যার মূল্য ১৮ লাখ টাকা। এ সময় তাকে এই জিনিসগুলোর কর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। পরে ৬ লাখ ৮৩ হাজার টাকা করের বিনিময়ে শাহরুখের দেহরক্ষী ববি সিংকে বিমানবন্দর থেকে ছাড়া হয়।

এ বিষয়ে শুল্ক বিভাগের এক কর্মকর্তা বলেন, মুম্বাই বিমানবন্দরে শাহরুখ খানকে আটকানোর খবর যেভাবে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা মিথ্যা। এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের পক্ষ থেকে অভিনেতার দেহরক্ষী ববি সিংকে বাধা দেওয়া হয়েছিল। কারণ তিনি শুল্ক দপ্তরের নিয়ম ভেঙেছেন। তবে কর দেওয়ার পরই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরো দেখুনঃ
error: Content is protected !!