সোনারগাঁয়ে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

নজরুল ইসলাম শুভ, সোনারগাঁ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি খেলার মাঠ থেকে রোজিনা আক্তার (৩৪) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

শুক্রবার (১৭ মার্চ) উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকার একটি খেলার মাঠে স্থানীয়রা ওই নারীর গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোজিনা আক্তার ঢাকার মিরপুরের দক্ষিণ কোট বাড়ি এলাকার আব্দুল হামিদের মেয়ে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার সঙ্গে থাকা স্মার্ট কার্ডের মাধ্যমে নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুনঃ
error: Content is protected !!