সোহেল হত্যার ইমরান নামের আরও ১ আসামী গ্র্রেফতার

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সোহেল হত্যার তদন্তে প্রাপ্ত আসামী ইমরান খন্দকার (২০), পিতা- আবুল বাশার, সাং- সুজানগর, থানা কোতোয়ালি মডেল, জেলা- কুমিল্লা কে গতকাল রাত এগারো ঘটিকার সময় কুমিল্লা শহরের আলেখার চর এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে, ঘটনার দিন বিকাল আনুমানিক ৪:৩০ ঘটিকার সময় তার মামাতো ভাই জিসান ( এজাহার নামীয় ০৮ নং আসামি) তাকে ফোন করে তাদের বাসার দিকে যেতে বলে।

সেখানে যাওয়ার পর ইমরান ১.শাহ আলম, ২.সাব্বির , ৩.জেল সোহেল, ৪. সাজেন, ৫.মাসুম সহ অজ্ঞাতনামা আরো দুই তিনজন লোক দেখতে পায়। তারা তিনটি কালো ব্যাগে অস্ত্রগুলি এবং হাত বোমা ভর্তি করতেছিল। ইমরান এবং জিসান তাদেরকে ব্যাগ ভর্তি করতে সহযোগিতা করে ।

তারপর ব্যাগ তিনটি ইমরান এবং জিসানকে দিয়ে তারা পালিয়ে যায়। ইমরান এবং জিসান অস্ত্র গুলি বোমা ভর্তি ব্যাগ তিনটি সংরাইশ এলাকায় রহিম ডাক্তারের গলিতে তাজিহা লজ নামক বাসার ভিতরে ফেলে দিয়ে চলে যায়। গ্রেফতারকৃত আসামি কে অদ্য কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

আয়েশা আক্তার/অননিউজ24

আরো দেখুনঃ
error: Content is protected !!