হিলিতে ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠির জমা সংক্রান্ত সমস্যা সমাধানে সেমিনার

হিলি প্রতিনিধি।।

দিনাজপুরের হিলিতে ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠির জমি-জমা সংক্রান্ত সমস্যা সমাধান শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডশন (এনডিএফ)নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে বুধবার দুপুরে হিলির ছাতনি চারমাথার জামতলী আদিবাসী পাড়ায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠির জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করেন। কারো কোন জমি-জমা সংক্রান্ত সমস্যা থাকলে তা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো আলোচনা করা হয়।

হাকিমপুর উপজেলা আদিবাসি সমিতির চেয়ারম্যান রুপলাল তির্কীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার গোলাম পাঞ্জাতন, আলিহাট ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তা সারোয়ার হোসেন, নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডশন (এনডিএফ)এর প্রোগ্রামার মনোরঞ্জন শাহ,ম্যানেজার মারকুস সরেনসহ আরো অনেকে।

আয়েশা আক্তার/অননিউজ24

আরো দেখুনঃ
error: Content is protected !!