৪ লাখের বেশি মানুষ টিকা নিলেন গত ২৪ ঘণ্টায়

অনলাইন ডেস্ক।।

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন চার লাখ ছয় হাজার ২৪ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৭২৪ জন (পুরুষ এক লাখ চার হাজার ৯৯৪ জন ও নারী ৯৫ হাজার ৭৩০ জন) আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই লাখ পাঁচ হাজার ৩০০ জন (পুরুষ এক লাখ ২০ হাজার ১৯ জন ও নারী ৮৫ হাজার ২৮১ জন)।

এ নিয়ে দেশে মোট টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়াল দুই কোটি ৬৫ লাখ ৩৫ হাজার ২১১ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৮৪ লাখ ৮৯ হাজার ৭৪২ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৮০ লাখ ৪৫ হাজার ৪৬৯ জন।

মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দেশে করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে টিকা নিতে ইচ্ছুক নিবন্ধনকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৭৬ লাখ ১৫ হাজার ১৫৮ জন। তাদের মধ্যে তিন কোটি ৭১ লাখ ৬৬ হাজার ৪৭৯ জন জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ও চার লাখ ৪৮ হাজার ৬৭৯ জন পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করেছেন।

সাইফ/অননিউজ টুয়েন্টিফোর

আরো দেখুনঃ
error: Content is protected !!