অটো নিয়ে নিখোঁজ আরিফের সন্ধান মিলল অর্ধ গলিত লাশ অবস্থায় সেচ পাম্পের ঘরে

সুভাষ বিশ্বাস, নীলফামারী

১৯ আগস্ট শুক্রবার থেকে নিখোঁজ কিশোর আরিফ হোসেনের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। পায়ের স্যান্ডেল ও পড়নের প্যান্ট দেখে মরদেহ নিখোঁজ আরিফে’র বলে সনাক্ত করেন আরিফের বড় বোন ঝরনা আক্তার কেয়া।

শুক্রবার ২৬ আগষ্ট বিকাল ৬টায় উপজেলার বড়রাউতা মাঝাপাড়া এলাকায় বরেন্দ্র বহুমূখী উন্নয়ন সেচ পাম্পের একটি ঘর থেকে অর্ধ গলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরিফ(১৪) ডোমার পৌরসভার ছোট রাউতা (কাজীপাড়া) এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ সেচ পাম্প ঘরটি ঘেরাও করে রাখে। এবং ক্রাইমসিন ইউনিট সিআইডি রংপুরকে খবর দেয়। ক্রাইমসিন ইউনিট রংপুর এর টিম বিকাল ছয়টায় এসে লাশ উদ্ধার করেন।
সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ডোমার থানা ওসি মাহমুদ উন নবী ঘটানাস্থল পরিদর্শন করেন

,গত ১৯ আগস্ট শুক্রবার বিকালে বাবার চার্জার অটো নিয়ে বাড়ী থেকে বের হওয়ার পর বাড়ী ফেরেনি কিশোর আরিফ। তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। ২০ আগস্ট আরিফের বড় বোন ঝরনা আক্তার কেয়া ডোমার থানায় একটি সাধারণ ডায়েরী করেছিলো।

এব্যাপারে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জেলা মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়া চলছে।

আরো দেখুনঃ