অসহাদের মাঝে ১বেলা খাবার নিয়ে সৈয়দা রাণী মা কল্যাণ ফাউন্ডেশন

কুমিল্লায় সৈয়দা রাণী মা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর রেলওয়ে ষ্টেশন এলাকায় প্রায় দু’শ অসহায় ও দুস্থ নারী, পুরুষ ও শিশুদের মাঝে এ খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো চীফ- খোকন চৌধুরী, এডভোকেট তাহমিনা বেগম- এপিপি জজ কোর্ট, কুমিল্লা, এডভোকেট – ফেরদৌসি লাকি, রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ- মোস্তফা কামাল, সাংবাদিক মেক রানা, সেলিম মেম্বারসহ অন্যান্যরা।

এসময় সৈয়দা রাণী মা কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা- আমেরিকান প্রবাসী সৈয়দা সুফিয়া মঈন, ঘোষণা করেন ফাউন্ডেশনটি জেলার মুরাদনগর উপজেলার মোচাগড়ায় অবস্থান হলেও পর্যায়ক্রমে প্রতি মাসে জেলার বিভিন্ন উপজেলার অসহায় ও দুস্থ নর-নারীদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এছাড়া মুরাদনগরে একটি বৃদ্ধাশ্রমের কাজ চলমান বলেও তিনি জানান। এছাড়া ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে গেলো দুই বছরে অসংখ্য অসহায় দুস্থদের মাঝে ঘর তৈরি করেসহ বিভিন্ন সামাজিক কাজে অসামাণ্য অবদান রেখে আসছে।

আরো দেখুনঃ