অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে জায়গা হবে কারাগারে – পুলিশ সুপার মাছুম আহাম্মদ

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধি।।

অপশক্তি বা চক্রান্তকারী কোন ষড়যন্ত্র যদি মনের ভিতর থাকে এবং অস্থিতিশীল পরিবেশ যদি তৈরি করেন তাহলে জায়গা হবে কারাগার। বুধবার বিকেল ৪ টায় জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর বাজারে জয়পুরহাট জেলা কমিউনিটি পুলিশিং এর আয়োজনে সাম্প্রদায়িকতা বিরোধী সম্প্রীতি সমাবেশে প্রধান বক্তা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা তার বক্তব্যে এসব কথা বলেন।

জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক গোলাম হাক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শরিফুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা পুলিশিংয়ের সমন্বয় কমিটির সদস্য অধ্যক্ষ খাজা শামসুল আলম, বিজ্ঞ ভিপি অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী, বিজ্ঞ পিপি ও সভাপতি জেলা প্রেসক্লাব এ্যাডঃ নৃপেন্দ্র নাথ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, সদস্য সচিব জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি নন্দলাল পার্শী,

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার আরাফাত হোসেন ও আমদই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহানুর আলম সাবু, বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেন পুরোহিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।

আরো দেখুনঃ