আত্নগোপনে থাকা দূর্ধর্ষ ডাকাত সর্দার সাহেব আলী কোতয়ালী পুলিশের হাতে আটক

আহসানুজ্জামান সোহেল, কুমিল্লা প্রতিনিধি।।

চুরি ডাকাতি সহ ১৮ টি মামলার দীর্ঘদিনের পলাতক আসামী কুখ্যাত ডাকাত সর্দার সাহেব আলীকে আটক করেছে জেলা পুলিশ।

কুমিল্লা নগরীর নূরপুর এলাকা থেকে শনিবার রাতে তাকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। কুমিল্লা সহ দেশের বিভিন্ন থানায় চুরি ডাকাতি অস্ত্র সহ বহু মামলার পলাতক আসামী ডাকাত সর্দার সাহেব আলী দীর্ঘদিন আত্মগোপনে ছিলো। অবশেষে শনিবার দিবাগত গভীর রাতে কোতয়ালী মডেল থানার এসআই নূর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে নগরীর নূরপুর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে।

এসআই নুর আলম অননিউজকে জানান, দেবিদ্বার উপজেলার চুলাশ গ্রামের বাসিন্দা মোঃ হানিফ মিয়ার ছেলে সাহেব আলী একজন চিহ্নিত ডাকাত এবং ডাকাত দলের সর্দার।আটককৃত ডাকাত সর্দার সাহেব আলীর বিরুদ্ধে ডাকাতি, অস্ত্রসহ ১৮টি অপরাধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। দুর্ধর্ষ ডাকাত সাহেব আলীর ৪জন স্ত্রী রয়েছে, তার ৪জন স্ত্রী নিয়ে নগরীর ৪টি আলাদা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বেশ কিছুদিন পূর্বে ডাকাত দলের সক্রিয় সদস্য তার আপন ভাইকে আটক করে জেলে প্রেরণ করা হয়েছে।

আটককৃত আসামী সাহেব আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24

আরো দেখুনঃ