আ.লীগ নেতা দুলাল মাষ্টারের বাবা আবদুল আজিজ মজুমদারের মৃত্যু শোকার্ত পরিবারের পাশে এমপি বাহার

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা মহানগরীর ২৭ ওয়ার্ডের পাঠানকোট এলাকার অধিবাসী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবদুল আজিজ মজুমদার (১১৫) আর নেই।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০ টায় কুমিল্লা নগরীর একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি—রাজিউন)।

কুমিল্লা মহানগর ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নগরীর ফরিদা বিদ্যায়তনের সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন মজুমদার দুলাল মাষ্টারের পিতা আবদুল আজিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি সহ বিশিষ্টজনেরা। আওয়ামী লীগ নেতা দুলাল মাষ্টারের পিতার মৃত্যুর খবর পেয়ে গতকাল শুক্রবার (১৫ মার্চ) বিকেলে মরহুমের বাড়িতে ছুটে যান বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। এসময় তিনি পরিবারের সদস্যদের শান্ত্বনা দেন।

মরহুম আবদুল আজিজ মজুমদারের জানাজা নামাজ গতকাল শুক্রবার বাদ জুম্মা তাঁর পাঠানকোট গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে দলমত নির্বিশেষে এলাকার শোকার্ত মানুষের ঢল নামে। জানাজা নামাজের আগে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আতিকুল্লাহ খোকন সহ বিশিষ্ঠ জনেরা। জানাজায় যুগ্ম সাধারন সম্পাদক এড. সৈয়দ নুরুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল, মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, চৌয়ারা মাদ্রাসার অধ্যক্ষ সফিকুল আলম পাটোয়ারী, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসান সহ রাজনৈতিক-সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মৃত্যকালে তিনি ৩ পুত্র, আত্মীয় স্বজন এবং বহু শুভাকাঙ্খি ও গুনগ্রাহি রেখে গেছেন।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ