ইসরায়েলি সেনাঘাঁটিতে হামাসের সশস্ত্র হামলা

অনলাইন ডেস্ক।।

এবার ইসরায়েলি সেনাঘাঁটির ৬০টি তাঁবুতে হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।

গাজার মধ্যাঞ্চলে এই হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস। তাদের দাবি, রোববার ভোরে একটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। যেখানে ৬০ ইসরাইলি সেনা অবস্থান করছিল। বিস্ফোরণের পরও যেসব সেনা বেঁচে গেছে; তাদের লক্ষ্য করে পুনরায় হামলা চালানো হয়। তবে এ নিয়ে মন্তব্য করেনি ইসরাইল। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, গাজায় স্থল অভিযানে অংশ নেওয়া আরও দুই সেনা নিহত হয়েছেন।

গত শুক্রবার হামাস ও ইসরাইলের মধ্যে চলা অস্থায়ী সাতদিনের যুদ্ধবিরতি শেষ হয়। এরপর আরও আগ্রাসী হয়ে গাজায় ফের নির্বিচারে বোমা হামলা চালানো শুরু করে নেতানিয়াহু বাহিনী। হামাসও গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর হামলা শুরু করে।

নতুন করে যুদ্ধবিরতিতে যেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহবান আমলে নিল না হামাস বা ইসরায়েল কেউই।

ইসরাইলি সেনাদের হামলায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪০ হাজারের বেশি মানুষ। যাদের প্রায় ৭০ শতাংশই হলেন নারী ও শিশু।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ