ঈদুল ফিতর উপলক্ষে নড়াইলে ২৯ হাজার ৩ শত ২৮জনের মাঝে চাল বিতরণ শুরু

নড়াইল প্রতিনিধি।।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৯ হাজার ৩ শত ২৮ জন ভিজিএফ কার্ডধারী দুস্থ ও অসহায়দের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে।

শনিবার সকালে নড়াইল পৌরসভা চত্বরে পৌরসভার কার্ডধারীদের মাঝে বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন নড়াইল পৌরসভার মেয়র জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা। এ সময় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এ কর্মসুচির আওতায় নড়াইল পৌর সভায় ৪ হাজার ৬ শত ২১ জন কার্ডধারীকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে।

নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বলেন, ‘ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার অসহায় ও দুঃস্থ্যদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। পৌর এলাকার কোন গরীব মানুষ যাতে বঞ্চিত না হয় সে ব্যাপারে খেয়াল রাখা হচ্ছে।’

এফআর/অননিউজ

আরো দেখুনঃ