ঈদের দুই মাস বাকী থাকলেও কচুয়ায় জমে উঠেছে গরু হাট

কচুয়া প্রতিনিধি।।

ঈদের আর মাত্র বাকী দুই মাস। দুই মাস বাকী থাকলেও জমে উঠেছে কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় গরু হাট। বিশেষ করে সাচার ইউনিয়নের শুয়ারুল বাজারের গরু ও ছাগলের হাট জমে উঠেছে। প্রতি সপ্তাহ বৃহস্পতিবার শুয়ারুল বাজারে দেশের বিভিন্ন এলাকা থেকে আসে গরু ও ছাগল। এ হাটের ইজারাদের সার্বিক সহযোগিতার কারনে কোনো ধরনের চুরি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। এতে করে দুরের ক্রেতা ও বিক্রেতারা এ হাটে এসে অনায়াসে ক্রয়-বিক্রয় করতে পারে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুয়ারুল বাজারের ইজারাদাররা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। যাতে করে এ হাটে সব ধরনের ক্রেতা ও বিক্রেতারা এসে ক্রয়-বিক্রয় করতে পারে।
ইজারাদাররা বলছেন, সপ্তাহে বৃহস্পতিবারে শুয়ারুল বাজারে বসে পশুর হাট। এখানে কোনো ধরনের চুরি কিংবা কোনো সমস্যা হয়নি। নির্বিঘ্নে ক্রেতা ও বিক্রেতারা পশু ক্রয়-বিক্রয় করতে পারে। ঈদুল আজাহাকে সামনে রেখে আরো তদারকির ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন তারা।

শান্ত/অননিউজ

আরো দেখুনঃ