ঈশ্বরগঞ্জে বিদ্রোহীদের চাপে নৌকার ভরাডুবি
ময়মনসিংহ প্রতিনিধি।।
৭ম ধাপের ইউপি নির্বাচনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নৌকা প্রতীকের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। উপজেলার ১১ ইউপির মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে জয় পেয়েছে মাত্র তিনটিতে। বাকী আট ইউপিতে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে তিন জন, আওয়ামী লীগের বিদ্রোহী দুইজন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচনের রিটানিং অফিসারগন ৭ ফ্রেরুয়ারি রাত ১২টায় ওই ফলাফল ঘোষণা করেন।
রিটানিং অফিসারের ঘোষিত ফলাফলে জানা যায়, ১ নং ঈশ্বরগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীকে আবু হানিফা হানিফ, ২ নং সোহাগী ইউনিয়নে টেবিল ফ্যান প্রতীকে কাদির আহম্মেদ ভুইয়া, ৩ নং সরিষা ইউনিয়নে চশমা প্রতীকে আওয়ামীলীগের বিদ্রোহী একরাম হুসেন ভুইয়া, ৪ নং আঠারবাড়ি ইউনিয়নে নৌকা প্রতীকে জুবের আলম কবির রুপক, ৫ নং জাটিয়া ইউনিয়নে চশমা প্রতীকে আওয়ামীলীগের বিদ্রেীহী সামছুল হক ঝন্টু, ৬ নং মাইজবাগ ইউনিয়নে লাঙ্গল প্রতীকে সাইদুল ইসলাম বাবুল, ৭ নং মগটুলা ইউনিয়নে আনারস প্রতীকে শিহাব উদ্দিন আকন্দ, ৮ নং রাজিবপুর ইউনিয়নে লাঙ্গল প্রতীকে আব্দুল আলী ফকির, ৯ নং উচাখিলা ইউনিয়নে লাঙ্গল প্রতীকে আনোয়ারুল হাসান খান শেলিম, ১০ তারুন্দিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে হাসান মাহমুদ রানা, ১১ নং বড়হিত ইউনিয়নে ঘোড়া প্রতীকে আওয়ামীলীগের বিদ্রোহী আজিজুল হক ভুইয়া মিলন।
এদিকে, ১১ ইউনিয়নের আটটিতেই আ’লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের কাছে নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হেরে যাওয়ায় হতাশ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। আর নৌকার ভরাডুবির জন্য ঈশ্বরগঞ্জে নৌকার বিরুদ্ধে প্রতিটি ইউনিয়নে একজন করে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেওয়াকে দায়ী করা হচ্ছে।