এবার প্রতিবেশী মুসলিম দেশগুলোকে যে হুমকি দিল ইরান
অনলাইন ডেস্ক।।

আমেরিকার যেকোনো হামলায় সমর্থন এবং নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হলে তা শত্রুপক্ষের কাজ হবে বলে বিবেচনা করা হবে বলে প্রতিবেশী ছয়টি দেশকে সতর্ক করে দিয়েছে ইরান। আজ সোমবার এই সতর্কতা জারি করে দেশটি। এতে বলা হয়, এমন করলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, তুরস্ক ও বাহরাইনের উদ্দেশে নোটিশ জারি করেছে ইরান। নোটিশে বলা হয়, ইরানের ওপর মার্কিন হামলায় যেকোনো সমর্থন শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে, যার মধ্যে হামলার সময় মার্কিন সামরিক বাহিনী কর্তৃক তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করাও অন্তর্ভুক্ত।
এর আগে আমেরিকার পক্ষ থেকে জানানো হয়, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা করুক, নতুবা বোমা হামলা হবে। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন, এর জেরে ইরান মার্কিন ঘাঁটি স্থাপনকারী প্রতিবেশীদের সতর্ক করে দিয়ে বলেছে যে, জড়িত থাকলে তারাও যুদ্ধের সীমানায় পড়তে পারে।
নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সের সঙ্গে কথা বলা ওই কর্মকর্তা বলেন, যদিও ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছে, তবুও তারা ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায়, যা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর মধ্যে বার্তা পাঠানোর দীর্ঘস্থায়ী চ্যানেল।
ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পরোক্ষ আলোচনা ইরানের সঙ্গে রাজনৈতিক সমাধানের বিষয়ে ওয়াশিংটনের গুরুত্ব মূল্যায়নের সুযোগ করে দেবে। যদিও সেই পথটি অমসৃণ হতে পারে। তবে আমেরিকা যদি সমর্থন করে তবে এই ধরনের আলোচনা শীঘ্রই শুরু হতে পারে।
গাজা ও লেবাননে প্রকাশ্য যুদ্ধ, ইয়েমেনে সামরিক হামলা, সিরিয়ায় নেতৃত্বের পরিবর্তন এবং ইসরায়েল-ইরান হামলা-পাল্টা হামলার পর ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক পদক্ষেপের সতর্কতা ইতিমধ্যেই এই অঞ্চল জুড়ে উত্তেজনা সৃষ্টি করেছে।
বৃহত্তর আঞ্চলিক দাবানলের উদ্বেগ উপসাগরীয় অঞ্চলের রাজ্যগুলোকে অস্থির করে তুলেছে। একদিকে ইরান এবং অন্যদিকে মার্কিন-মিত্র আরব রাজতন্ত্রের সীমান্তবর্তী জলাভূমি, যা বিশ্বব্যাপী তেল সরবরাহের একটি উল্লেখযোগ্য অংশ বহন করে।
ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন সরকারের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে মন্তব্যের অনুরোধের জবাব দেননি। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কোনো সতর্কীকরণ সম্পর্কে অবগত নয়। তবে অন্যান্য চ্যানেলের মাধ্যমেও এই ধরনের বার্তা পাঠানো হতে পারে।
সূত্রঃ বিডি24লাইভ
আই/অননিউজ২৪।