কচুয়ায় এমটিআই ব্রিকসে অত্যাধুনিক পদ্ধতিতে ইট তৈরি কার্যক্রম উদ্বোধন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি।।

চাঁদপুরের কচুয়ায় এই সর্বপ্রথম এমটিআই ব্রিকস্ েঅত্যাধুনিক মেশিনের মাধ্যমে দ্রæত ও সহজ পদ্ধতিতে ইট তৈরি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে বাঁচাইয়া এমটিআই ব্রিকফিল্ডে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম মো. কেফায়েত উল্লাহ।

কচুয়া উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম খোকার সভাপতিত্বে ও এমটিআই ব্রিকস্রে পরিচালক নাজমুল হাসান তানিমের পরিচালনায় এসময় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কচুয়া জোনালের ডিজিএম মো. বেলায়েত হোসেন, এজিএম দেবব্রত সাহা, কচুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, কচুয়া উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুন্নবী রবিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মো. জাকারিয়া, ইলেকট্রেশিয়ান সুজন চন্দ্র সরকার ও মহসিন হোসেনসহ ব্রিকফিল্ডের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির মঙ্গল ও ব্রিকফিল্ডের সার্বিক সফলতা কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

আরো দেখুনঃ