কবি জসিমউদ্দীন পুরস্কার পেলেন সাংবাদিক কবি এম.এ মান্নান মান্না
হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।
কবি জসিমউদ্দীন পুরস্কার’ ২০২২ পেলেন সাংবাদিক কবি এম.এ.মান্নান মান্না। কবি মঈউদ্দীন পদকপ্রাপ্ত কবি লেখক এম.এ.মান্নান মান্নাকে কবিতার জন্য তার অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই পুরস্কার প্রদান করা হয়। এ পুরস্কার প্রবর্তন করেছে লেখক উন্নয়ন বাংলাদেশ।
গত শুক্রবার ২৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ সন্ধ্যায় বাংলাদেশ শিশুকল্যান পরিষদে তার হাতে এ পুরস্কার তুলে দেন লেখক উন্নয়নের কর্ণধার চেয়ারম্যান লায়ন আবদুল গনী বাবুল, কবি তৌহিদুল ইসলাম কনক প্রমুখ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।