কালিরবাজার সত্য নারায়ণ মন্দির পরিদর্শনে এমপি বাহার

নিজস্ব প্রতিবেদক

গতকাল মঙ্গলবার (৫ নবেম্বর) কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের কমলাপুর সত্য নারায়ণ মন্দির পরিদর্শন করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। সম্প্রতি (১ ডিসেম্বর) এ মন্দিরে গভীর রাতে দূধুর্ষ চুরি সংঘটিত হয়েছিল। চোরের দল মন্দিরের জানালার গ্রীল ভেঙে মন্দিরে থাকা বিগ্রহের মুকুটের স্বর্ণ সহ প্রায় ৯ লাখ টাকার মূল্যবান জিনিস পত্র চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করেন মন্দির কমিটির লোকজন। বিষয়টি স্থানীয়রা বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপিকে জানালে তিনি গতকাল মঙ্গলবার সরজমিনে ঘটনাস্থল পরিদর্শনে যায়। তাত্ক্ষণিকভাবে এমপি জেলা পুলিশ সুপার, কোতোয়ালি মডেল থানার ওসিকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকল কর্মকাণ্ডে তাদের পাশে থাকার আশ্বাস দেন। হিন্দু সম্প্রদায়ের লোকজন এমপি বাহারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমপি বাহারের কমলাপুর সত্য নারায়ণ মন্দির পরিদর্শনকালে সদর উপজেলা চেয়ারম্যান এড মো আমিনুল ইসলাম টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, কালির বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম সিআইপি, কালিরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সেকান্দর আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মো. ইউনুস, কমলাপুর সত্য নারায়ণ মন্দির কমিটির সভাপতি ডা. পরিমল চন্দ্র রায় সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ