কুড়িগ্রামে ভারী বৃষ্টিপাত সারা শহরজুড়ে জলাবদ্ধতা। গুরুত্বপূর্ণ অফিস আদালত পানিতে নিমজ্জিত।
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রামে সারারাত জুড়ে ভারী বৃষ্টিপাতের ফলে জেলা সদরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলার গুরুত্বপূর্ণ অফিস আদালত গুলো পানির নিচে নিমজ্জিত। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার কবলে কুড়িগ্রাম শহর।
শহরের বিভিন্ন এলাকা রাস্তা ঘাটে পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন চলাচলকারী মানুষজন। বিশেষ করে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কারযালয় কোর্ট প্রাঙ্গন এবং ফায়ার সার্ভিস, পিটিআই, আরডিআর এস,জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ট্রেরেডেরেস হোমস ও শহরের প্রতিটা পাড়া মহল্লা সহ গুরুত্বপুর্ন এলাকাগুলোর সড়ক ও মাঠ তলিয়ে থাকায় অফিস ষ্টাফ ও সেবা প্রার্থীরা বিপাকে পড়েছেন।
স্থানীয় আবহাওয়া পরযোবেক্ষন কেন্দ্র জানায় গত ২৪ ঘন্টায় জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে জেলার নদ-নদী গুলোতেও পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে এখনো বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায় তিস্তা নদী এলাকায় গত ২৪ ঘন্টায় ১৯১ মিলিমিটার বিৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো: আসাদুজ্জামান জানান, টানা বৃষ্টিতে নদ-নদীর অববাহিকার ১৩০ হেক্টর জমির বাদাম ও তিলসহ বিভিন্ন ফসলের ক্ষেত নিমজ্জিত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তিল ও বাদাম ক্ষেতের।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়োছে। আগামীকাল বুধবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার পুর্বাভাস রয়েছে বলে জানান তিনি।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, আগামী ৩ থেকে ৪ দিন তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে পানি বৃদ্ধি পেলেও বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই বলে জানান তিনি।