কুমিল্লায় ট‌্যাং কারখানায় ভোক্তা অধিকারের অ‌ভিযান, লক্ষাধিক টাকা জরিমানা

সাইফুল ইসলাম।।

ভোক্তা অধিকার বিরোধী নানা কর্মকান্ডের অভিযোগে কুমিল্লায় এক‌টি ট‌্যাং প্রস্তুতকারক প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালকের নি‌র্দেশনা মোতা‌বেক কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে আজ বুধবার কু‌মিল্লা নগরীর বি‌সিক এলাকায় ইফতা‌রি সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠা‌নে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়।

এ সময় যথাযথ কর্তৃপ‌ক্ষের অনু‌মোদন না থাকা, ল্যাবে মেয়াদ উর্ত্তীন কেমিক্যাল ব্যবহার এবং ওজ‌নে কারচূ‌পির অ‌ভি‌যো‌গে মেসার্স আজাদ ফুড না‌মের এক‌টি ট‌্যাং প্রস্তুতকারক প্রতিষ্ঠান‌কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

সকাল ১১টা থে‌কে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন, উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

আরো দেখুনঃ