কুমিল্লায় বিদেশী মদ ও গাঁজা’সহ আটক ৩

সাইফুল ইসলাম, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় র‌্যাবের পৃথক দুইটি অভিযানে ১৭ বোতল বিদেশী মদ ও ৯.৮ কেজি গাঁজা’সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

শনিবার(১৮ই ফেব্রুয়ারি) র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ পরিচালক মেজর সাকিব হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শুক্রবার দুপুরে জেলার কোতয়ালী মডেল থানার কাপ্তানবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৭ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো জেলার অরন্যপুর গ্রামের গাজী মোঃ রাজিব।

পৃথক আরেকটি অভিযানে জেলার সদর দক্ষিণ মডেল থানার উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৯.৮ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার বলুহর গ্রামের মোঃ রুকনুজ্জামান এবং একই গ্রামের তমাল হোসেন বাবু। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব।

আরো দেখুনঃ