কুমিল্লায় বিপুল পরিমান গাঁজা ও বিদেশী মদসহ আটক ৬

সাইফুল ইসলাম।।

কুমিল্লায় র‌্যাবের পৃথক তিনটি অভিযানে ৯০কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশী মদসহ ৬ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২। ২৫ ডিসেম্বর রবিবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২, এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা হতে ৫৫.৫ কেজি গাঁজা, সুয়াগঞ্জ বাজার এলাকা হতে ১০ কেজি গাঁজা ও কোতয়ালী মডেল থানাধীন অরণ্যপুর এলাকা হতে ২৫ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশী মদ’সহ মোট ০৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।

আটক আসামীরা হলো ঠাকুরগাঁ জেলার হরিপুর থানার বনগা কালিতলা গ্রামের আব্দুল আজিজ এর ছেলে জোবেদ আলী, একই গ্রামের আব্দুল জলিল এর ছেলে আশ্রাফুল হক, মোঃ তোফাজ্জল হোসেন এর ছেলে মোঃ আনোয়ার হোসেন, কক্সবাজার জেলার সদর থানার দক্ষিণ রুমালিয়ারছড়া গ্রামের জাকির আহমদ এর ছেলে মোঃ নাসির, নীলফামারী জেলার জলঢাক থানার কিশামত বটতলা গ্রামের আজগর আলী এর ছেলে মোঃ ফরহাদুল ইসলাম, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার রাজমঙ্গলপুর গ্রামের কালু মিয়া এর ছেলে আবুল হাশেম।

র‌্যাব আরোও জানায়, অভিনব কায়দায় আসবাবপত্রের ভিতর লুকিয়ে তারা মাদক পরিবহন করছিলো।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল ও কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরো দেখুনঃ