কুমিল্লার ছেলেরা আগামীতে জাতীয় ক্রিকেটে নেতৃত্ব দিবে

স্টাফ রিপোর্টার।

কুমিল্লায় ক্রিকেটের জোয়ার তৈরী হয়েছে। পাড়া মহল্লা থেকে ক্রিকেট স্টেডিয়াম -সবখানে এখন ক্রিকেট অনুশীলন হচ্ছে। এভাবে চলতে থাকলে আগামীতে বাংলাদেশ জাতীয় ক্রিকেটে দলে কুমিল্লার ছেলেরা নেতৃত্ব দিবে।

শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর ২০ নং ওয়ার্ড লক্ষীপুর মাঠে আয়োজিত ফ্রীজ এলইডি টিভি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য বিসিবির কাউন্সিলর ও কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি এ কথা বলেন।

এ সময় সাইফুল আলম রনি আরো বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। শান্তির শহর কুমিল্লায় ক্রিকেটকে আরো এগিয়ে নিতে কুমিল্লা জেলা ক্রিকেট কমিটি বদ্ধ পরিকর।

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উম্মে সালমা লিজা, আওয়ামীলীগ নেতা পিন্টু খান, কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সদস্য প্রবীর দে,জাহিদুল ইসলাম জাহিদ সৈয়দ ফরহাদ কাদরিয়া জিতু, সোয়েব বাপ্পি, কাউছার জামান কায়েস, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম মজুমদার, স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার দেয়াল এর প্রতিষ্ঠিতা নাজমুল হাসান চৌধুরী কামাল, লক্ষীনগর ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রাকিবুল হোসেন জুয়েল।

সভাপতিত্ব করেন ২০ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

টসে জিতে প্রথমে ব্যাট করে লক্ষীনগর ক্রিকেট একাদশ। নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে।

জবাবে আলমপুর ফ্রেন্ডস ক্লাব ১১৬ রানের টার্গেটে নেমে আলমপুর ফেন্ড্রস ক্লাব ৮১ রানে ৬ উইকেট হারিয়ে তাদের ইনিংস গুটিয়ে যায়। ৩৪ রানের ব্যবধানে জয়ী হয় লক্ষীনগর ক্রিকেট একাদশ।

লক্ষীনগরের তন্ময় ম্যাচ সেরা এবং টুর্নামেন্ট সেরার পুরস্কার লাভ করেন ইমন।

পরে অতিথিরা বিজয়ী দলের অধিনায়কের হাতে ফ্রীজ ও রানারআপ দলের মাঝে এলইডি টিভি তুলে দেন।

আরো দেখুনঃ