কুমিল্লার তিতাসে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

হালিম সৈকত, কুমিল্লা।।

সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাধারণ নাগরিকের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিতাস উপজেলা ভূমি অফিসের উদ্যোগে শুরু হয়েছে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ইং।

শনিবার (৮ জুন) শুরু হওয়া এ ভূমিসেবা সপ্তাহ চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।

‘ভূমি সেবা ডিজিটাল – বদলে যাচ্ছে দিনকাল’ – এই প্রতিপাদ্যে এইদিন সকাল সাড়ে ১০ টার দিকে প্রধান অতিথি থেকে উপজেলা ভূমি অফিস দপ্তরে ফিতা কেটে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করেন তিতাস উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশিক-উর রহমান।

এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক সরকার, উপজেলা কৃষি অফিসার ও তিতাস উপজেলা নাজির মোঃ মিজানুর রহমান প্রমূখ।

একে/অননিউজ24

আরো দেখুনঃ