কুমিল্লায় মৎস অধিদপ্তরের পোনা মাছ অবমুক্ত করলেন এমপি বাহার

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লায় মৎস অধিদপ্তরের আয়োজনে পোনা মাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেছেন কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

গতকাল বুধবার সকালে নগরীর মুন্সেফবাড়ি পুকুরে পোনা অবমুক্তকরণের মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে কুমিল্লা নগরী সহ আদর্শ সদর উপজেলার বিভিন্ন পুকুর ও জলাশয়ে এ কর্মসূচি পালন করা হয়। মৎস অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২১-২০২২ অর্থ-বছরে এ কর্মসূচি নেওয়া হয়েছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার জেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে বুধবার এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, মৎস অধিদপ্তরের চট্রগ্রাম বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মো. আবদুস ছাত্তার, জেলা মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, কুমিল­া সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন প্রামানিক সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।

জেলা মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিন জানান, মৎস অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২১-২০২২ অর্থ-বছরে এ কর্মসূচি নেওয়া হয়েছে। কুমিল্লা জেলাজুড়ে বুধবার পর্যন্ত প্রায় ২৫ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24

আরো দেখুনঃ