কুমিল্লা সদর দক্ষিণে পৈত্রিক সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার সদর দক্ষিণে অবৈধ দখলদারদের হাত থেকে পৈত্রিক সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার সকালে উপজেলার রতনপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, রতনপুর গ্রামের আনু মিয়ার ছেলে জয়নাল আবেদীনের মৃত্যুর পর জয়নালের ভাই ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ ও আবু তাহের (প্রকাশ ইদু) জয়নালের পাঁচ সন্তানের পৈত্রিক সম্পত্তির ৪৪ শতক জায়গা জোরপূর্বক দখল করে নেয়। এ নিয়ে ইতোমধ্যে একাধিক বার স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সামাজিক ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন জয়নালের উত্তরসুরীরা। পরবর্তীতে আদালতের শরণাপন্ন হওয়ায় বহিরাগত সন্ত্রাসী দিয়ে অভিযুক্তরা জয়নালের উত্তরসুরীদের উপর একাধিকবার হামলা করেছে। সম্পত্তি পুনরুদ্ধারের তৎপরতা বন্ধ করতে অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারের সদস্যদেরকে বিভিন্ন ধরণের হুমকি-ধমকি দিচ্ছে বলেও জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মৃত জয়নাল আবেদীনের পুত্র তাজুল ইসলাম, পৌত্র সোহাগ আহাম্মদ প্রমুখ। পৈত্রিক সম্পত্তি উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগীদের সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধনে স্থানীয় দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

আরো দেখুনঃ