কুমেক হাসপাতালের নতুন পরিচালকের সাথে ইন্টার্ন চিকিৎসক পরিষদের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এর নবনিযুক্ত পরিচালকের সাথে ইন্টার্ন চিকিৎসক পরিষদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত।

২৬ ফেব্রুয়ারী রবিবার দুপুরে নবনিযুক্ত পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তারা।

কুমেক হাসপাতালের পরিচালকের অফিস কক্ষে শুভেচ্ছা বিনিময়ের জন্য আগত ইন্টার্ন চিকিৎসক পরিষদের প্রতিনিধিদলের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ডা. মিশকাত, ডা. জিয়া, ডা. অংকন, ডা. মিরাজ, ডা. পিয়াল, ডা. মাসুম, ডা. মনির, ডা. মাহি, ডা. সাজিদ, ডা. দেবজিৎ, ডা. বায়জীদ প্রমুখ।

এর আগে ২২ নভেম্বর (মঙ্গলবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ সার-২ অধিশাখার যুগ্ম সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ডাঃ মোঃ আজিজুর রহমান ১৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা।

কুমেক এ যোগদানের আগে তিনি কুমিল্লা সরকারি মেডিক্যাল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি চট্রগ্রামের সিভিল ও স্বাস্থ্য বিভাগের প্রজেক্ট ডিরেক্টর ছিলেন।

আরো দেখুনঃ