কুষ্টিয়ায় শোডাউন শেষে টাকা বিলি নৌকা প্রার্থীর

জাহাঙ্গীর হোসেন জুয়েল কুষ্টিয়া প্রতিনিধি ।।

কুষ্টিয়ায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে নির্বাচনী শোডাউন করেছেন নৌকার এক প্রার্থী। শোডাউন শেষে এতে অংশ নেয়া মোটরসাইকেল চালকদের প্রত্যেককে প্রকাশ্যে হাতে হাতে নগদ ৫০০ টাকা করে প্রদান করেন ওই প্রার্থী।

এমন অভিযোগ উঠেছে আব্দালপুর ইউনিয়ন পরিষদে নৌকার মনোনয়ন পাওয়া প্রার্থী আরব আলীর বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

গত বৃহস্পতিবার ওই নির্বাচনী শোডাউনে অংশ নেওয়া প্রত্যেকের হাতে টাকা তুলে দেন আরব আলী, এ সময় তাকে সহযোগিতা করেন বেশ কয়েকজন নেতাকর্মী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। চেয়ারম্যান প্রার্থী আরব আলী নিজেই তার ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেন। পরে অবশ্য তিনি সেটি সরিয়ে নেন। তবে, প্রকাশ্যে নৌকার প্রার্থীর এভাবে টাকা বিতরণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন অন্য প্রার্থীরা।

জানা যায়, গত বৃহস্পতিবার ( ৯ ডিসেম্বর) তার নিজ এলাকা হাসানবাগ থেকে নির্বাচনী শোডাউনের আয়োজন করে। শোডাউন দিয়ে আরব আলী মনোনয়ন জমা দিতে যান সদর উপজেলায়। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মী ও তার সমর্থকরা অংশ নেয়। এরপর সবাই হাসানবাগ প্রাইমারি স্কুলে জড়ো হয়। এ সময় দেখা যায়, শোডাউন শুরুর আগে একে একে রাস্তায় ওঠার আগে চালকরা আরব আলীর হাত থেকে টাকা নিচ্ছেন। দু’একজন টাকা নিতে না চাইলেও জোর করে তাদের হাতে দেওয়া হচ্ছে। এ সময় ভুল করে না নিয়ে চলে যেতে চাইলে তাদের টেনে ধরে টাকা দেওয়া হয়। প্রত্যেককে দেওয়া হয় ৫০০ টাকা করে।

শোডাউনে অংশ নেওয়া কয়েকজন জানান, যারা মোটরসাইকেলে এসেছিল তাদের তেল কেনা ও খাওয়া বাবদ টাকা দেন আরব আলী। ৫০০ টাকা করে দেওয়া হয় অংশ নেওয়া সবাইকে। নাম প্রকাশে অনিচ্ছুক আব্দালুপর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়া দুই প্রার্থী জানান, বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়। অনেকের মোবাইলে ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে একজন চেয়ারম্যান প্রার্থী টাকা বিতরণ করে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তিনি কোন আইন মানছেন না। বিষয়টি যাদের দেখার দায়িত্ব তারাও কোন ব্যবস্থা নিচ্ছেন না। এটা দুঃখজনক।

এ বিষয়ে আরব আলী বলেন, সত্য কথা কি, অনেক গরীব মানুষ মোটরসাইকেল নিয়ে আমার শোডাউনে এসেছিল। এসব মানুষকে কিছু টাকা দিয়েছি। মিথ্যা কথা বলে তো কোনও লাভ নেই। যেটা সত্যি সেটা বলতে হবে। আব্দালপুর ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তা উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার আব্দুল মতিন বলেন, বিষয়টি নিয়ে এখনও কেউ কোনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ’

প্রসঙ্গত, কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ৯ ডিসেম্বর। আরব আলী এর আগেও একবার চেয়ারম্যান ছিলেন। গত নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও তিনি পরাজিত হন। এবার আবার তাকে দল মনোনয়ন দিয়েছে। তবে তার বিরোধিতা করে দল থেকে দুইজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।

আরো দেখুনঃ