কুষ্টিয়ায় হোমিওপ্যাথির আড়ালে মদের ব্যবসা

কুষ্টিয়া প্রতিনিধি।।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান জানান, হোমিওপ্যাথি ওষুধের ব্যবসার নামে অবৈধ অ্যালকোহল ব্যবসা করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল কুষ্টিয়া পৌর এলাকার চৌড়হাস নাজির মোড়ের ডা. সাফায়েত উল্লাহর বাড়ির দোতলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে রিপনকে আটক করে।

হোমিওপ্যাথি ওষুধ ব্যবসার আড়ালে মদ বিক্রির অভিযোগে এক যুববকে আটক করেছে র‌্যাব। প্রায় ১৮ লিটার অ্যালকোহলসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া পৌরসভা এলাকার চৌড়হাস নাজির মোড় থেকে ওই ব্যক্তিকে আটক করে র‌্যাব। আটককৃত ব্যক্তির নাম রিপন ভুইয়া (২৮)। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পুখুরিয়া পুর্বপাড়া এলাকার লুৎফর ভুইয়ার ছেলে।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান জানান, হোমিওপ্যাথি ওষুধের ব্যবসার নামে অবৈধ অ্যালকোহল ব্যবসা করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল কুষ্টিয়া পৌর এলাকার চৌড়হাস নাজির মোড়ের ডা. সাফায়েত উল্লাহর বাড়ির দোতলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে রিপনকে আটক করে।

পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর ভাড়া করা ফ্ল্যাট থেকে প্রায় ১৮ লিটার অবৈধ অ্যালকোহল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা অ্যালকোহলসহ কুষ্টিয়া মডেল থানায় র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে রিপনকে পুলিশের কাছে সৌপর্দ করা হয়েছে।

সাইফ/ অননিউজ24

আরো দেখুনঃ