কুসিক নির্বাচনে মেয়র পদে লড়বেন ৫জন,সাধারন ও সংরক্ষিত আসনে মোট প্রার্থী ১৪২জন

সাইফুল ইসলাম।।

আগামী ১৫ই জুন অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। আজ ২৬ই মে ছিলো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

রিটার্নিং কর্মকর্তা শায়েদুন্নবী চৌধুরী জানান, মনোনয়ন যাচাই বাছাই শেষে কুসিক নির্বাচনে মেয়র পদে -৫, সাধারন ওয়ার্ডে কাউন্সিলর পদে-১০৬ ও সংরক্ষিত ওয়ার্ড মহিলা কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্ধীতা করবেন । মনোনয়ন প্রত্যাহার করেছেন মেয়র পদে ১ জন, সাধারন ওয়ার্ডে কাউন্সিলর পদে ১০জন, সংরক্ষিত ওয়ার্ড মহিলা কাউন্সিলর পদে ২জন। আগামীকাল সকাল ৯টা ৩০ থেকে প্রতীক বরাদ্দ দেয়া হবে। তাছাড়া আগামী ২৯শে মে রবিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রার্থীদের সাথে মতবিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি আরও জানান, সাধারন ওয়ার্ড ৫ এবং ১০ এ একজন করে প্রার্থী থাকায় আগামীকাল তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা করা হতে পারে।

আরো দেখুনঃ