কোরআন তেলওয়াত প্রতিযোগীতা অনুষ্ঠিত

বাগমারা, রাজশাহী প্রতিনিধি।।

অবাক বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী ও আর্টিস্টিক বিদ্যালয়ের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের অংশ গ্রহনে রাজশাহী বিভাগীয় কোরআন তেলওয়াত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী ও আর্টিস্টিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রীন বাংলাদেশ ডেভেলপারের চেয়ারম্যান ও নওগাঁ জেলা কল্যাণ সমিতির সভাপতি শওকত আকবর। বিশেষ অতিথি ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ এম.এ.সি.পি (আমেরিকা) ডা: রকিবুল হাসান রাশেদ ও নন্দন সাহিত্য একাডেমী ও শিশু ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান সাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী ও আর্টিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুন নাহার আভা। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সহকারি শিক্ষক কামাল হোসেন।

উল্লেখ্য, রাজশাহী বিভাগের বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের মোট ১০২ জন বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিক্ষার্থীরা এই প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ